স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মাত্র দুইজন ব্যাক্তি ভারতক প্রত্যা'ঘাত করাত সাহস করেছিল। একজন ছিলেন জিয়াউর রহমান। একমাত্র এই একজন ব্যাক্তি রাষ্ট্রপ্রধান হিসেবে এই অঞ্চলে ভারত, মায়ানমার কোন কিছুই গুনায় ধরেন নি৷ জিয়াউর রহমান খুন হন ভারতীয় র দ্বারা। দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে ভারতের সাথে জিয়াউর রহমান সরাসরি সংঘাতের দিকে এগিয়ে যান। ৭/৮ মাস আগে এটা নিয়ে একটা লিখা লিখেছিলাম। তাই আর বিস্তারিত বলছি না।
বিএনপিতে জিয়াউর রহমানের পর খালেদা জিয়া তার লিগ্যাসি কিছুটা হলেও ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। যদিও সেই বিএনপি ভারতকে ভয় ই পেত বলা যায়৷ তারপরেও খালেদা জিয়া কিছুটা ভারতবিরোধী রাজনীতি করেছেন। কিন্তু বর্তমান বিএনপিকে দেখলে আমার খারাপ ই লাগে। মাঝেমধ্যে মনে হয় ভারত আওয়ামিলীগের বদলে এখন বিএনপির ঘাড়ে চেপে বসেছে। এতটাই নতজানু আজকের বিএনপি।
২য় ব্যাক্তিটি হচ্ছেন, ২০০১ সালে বিডিআরের মহা পরিচালক মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান। সেই সময় আওয়ামিলীগ ক্ষমতায়। তারপরও উনি সম্পুর্ন নিজের কাধে সব দায়িত্ব নিয়ে একা ভারতীয় বাহিনীর বিরুদ্ধে সেই বড়াইবাড়ির যুদ্ধে জড়িয়েছিলেন। কোন সেনাবাহিনী বিমান বাহিনী কিছুই কল করেন নি। জাস্ট বিডিআর দিয়েই ভারতীয় বাহিনীকে তুলোধু'নো করে দিয়েছিলেন। এক বিন্দুও ছাড় দেননি সেদিন ভারতীয়দের। বাংলাদেশে বিডিআর ক্যাম্প দখল করতে এসে পুরো ভারতীয় বাহিনী নাকানিচুবানি খেয়ে তাদের সেনাদের লাশ ফেলেই সেদিন পালিয়ে যায়। সেই সময় ভারতীয় সেনাদের লাশ বাঁশে বে*ধে ঝুলিয়ে নিয়ে আসে বিডিআররা। এই রকম দু:সাহসিক কাজ স্বাধীনতার পর আর কেউই করে দেখাতে পারে নি৷
তবে উনি এর খেসারতও দিয়েছেন পরবর্তীতে। আওয়ামিলীগ সরকার ভারতের চাপে তাকে ডিজি থেকে সরিয়ে দেয়৷ এবং পরবর্তীতে বিএনপি এসে তার চাকুরীই শেষ করে দেয়। সেটাও ভারতের চাপেই।
এই একটা মানুষকে আজ পর্যন্ত কোন সরকার তার এই বীরত্বগাঁথা দেশপ্রেমের জন্য কোন স্বীকৃতি বা পুরস্কার কিংবা খেতাব, উপাধি কিছুই দেয় নি শুধুমাত্র ভারতের ভয়ে।
বর্তমান ইউনুস সরকারের কাছে আনার অনুরোধ, এইরকম একজন দেশপ্রেমিক জোয়ানকে এখনই সম্মান দেয়ার উপযুক্ত সময়। উনাকে সম্মানিত না করলে ইতিহাসের কাছে আপনি দায়বদ্ধ থাকবেন। একজন সাহসী বীর বাঙালী সন্তানকে সম্মানিত করতে আপনিও ভারতের ভয়ে ছিলেন। ইতিহাসে এভাবেই আপনাকে দেখবে। ভারত ভয়ে ভীতু জর্জরিত এই জাতির জন্য উনি দেশপ্রেম ও সাহসের এক জীবন্ত উদাহরণ। উনাকে সম্মানিত করুন।
(
Slima Munia - এর ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত )
👉 👉 [এই ওয়েবসাইটে প্রকাশিত পোস্টগুলো ফেসবুক এবং ইমেইল থেকে সংগৃহীত। উক্ত লেখার বক্তব্য ও দায়-দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব। তাই প্রকাশিত লেখার বিষয়ে কোনো মতামতের জন্য এডমিন দায়ী নয়।]
No comments